‘দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গাইবান্ধা-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা: আব্দুর রহিম সরকার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদার রহমান আকন্দ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, এনসিপির প্রধান সমন্বয়ককারী ডা: জাহাঙ্গীর আলম ডাবলু প্রমুখ ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ও উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ছাড়াও ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ভ্যাক্সিনেশন, কৃত্রিম প্রজনন সেবা, স্কুলের শিশুদের দুধ পান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। আগামী ২ ডিসেম্বর প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণীসম্পদ সপ্তাহের সকল কর্মসূচির সমাপ্তি ঘটবে।
গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।



