হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি

অধিপত্যবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ বিপ্লবী শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে বিক্ষোভ, পদযাত্রা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি
হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি |নয়া দিগন্ত

অধিপত্যবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ বিপ্লবী শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে বিক্ষোভ, পদযাত্রা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি মদনমোহন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে লামাবাজারস্থ কলেজ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের করা হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান শেষে কর্মসূচি সমাপ্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সরকারি মদনমোহন কলেজের শিক্ষার্থী শেখ হাবিব রহমান, তানভীর ইসলাম তানিম, সাবেক শিক্ষার্থী ও হেডওয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের ইঞ্জিনিয়ার আল আমিন আহমেদ ইমন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: ফারুক কাজী এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদ।

এছাড়া কর্মসূচিতে সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।