ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর পলিথিনে মোড়ানো লাশ করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় মহাসড়কের মোগরাপাড়া ছোট সাদিপুর এলাকার একটি ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নারীর আনুমানিক ৩০ বছর হবে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশে ঝোপের ভেতর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, লাশটি মহাসড়কে পাওয়া গেলেও ভিন্ন ঘটনায় হওয়ায় সোনারগাঁও থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলছি, ‘ধারণা করছি, কেউ লাশটি মহাসড়কের পাশে ফেলে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।’
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।