হাপানিয়া সীমান্তে ১৮৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য ২৮ হাজার ২০০ টাকা।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।
ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। |নয়া দিগন্ত

এম রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ)

নওগাঁর হাপানিয়া সীমান্তে ভারতীয় ১৮৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের হাপানিয়া বিওপির বিশেষ টহল দল।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিরামপুর কুর্তিপাড়া সোলার ইরিগেশন পাম্পের পাশ থেকে এ ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা যায়, তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদের নেতৃত্বে বিশেষ টহল দল হাপানিয়া বিওপির সীমান্ত মেইন পিলার ২৩৬ থেকে পূর্ব দিকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিরামপুর কুর্তিপাড়া সোলার ইরিগেশন পাম্পের পাশ থেকে মালিকবিহীন ভাবে ১৮৮টি ট্যাবলেট উদ্ধার করে। ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য ২৮ হাজার ২০০ টাকা।

হাপানিয়া বিওপির ১৬/ডি কোং নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ ঘটনা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সাপাহার থানায় জিডি করা হয়েছে।