ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১৫ জন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
আহতদের ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।