রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সেই ইউএনও’র

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সিভিল জজ আদালতে আবেদন করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সেই ইউএনও’র
রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সেই ইউএনও’র |নয়া দিগন্ত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সিভিল জজ আদালতে আবেদন করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।

Rumeen-UNO

আবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রুমিন ফারহানার পক্ষে একটি জনসভা আয়োজন করা হয়। এ ঘটনায় জনসভাটির আয়োজক জুয়েল মিয়াকে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া দায়িত্ব পালনকালে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান এবং বিচারিক কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগও আবেদনে উত্থাপন করা হয়েছে। এসব কর্মকাণ্ড নির্বাচনকালীন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ বিষয়ে ইউএনও আবু বকর সরকার জানান, এর আগেও গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রুমিন ফারহানার এক সমর্থক আশিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।