মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর থেকে মহাসড়কের গজারিয়া অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে যানজট
মুন্সীগঞ্জে যানজট |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও গাড়ির চালকরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর থেকে মহাসড়কের গজারিয়া অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকেই যানজটের শুরু হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, এ মহাসড়কে প্রায়ই এমন যানজটের সৃষ্টি হয়। নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থার অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। যানজট নিরসনে প্রশাসন ও ট্রাফিক পুলিশের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করেন তারা।

বাসচালক মানিক মিয়া বলেন, ‘আমি যাত্রী নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ভাটেরচর নতুন রাস্তায় দাঁড়িয়ে আছি। বালুয়াকান্দি এলাকা থেকেই জ্যামে পড়েছি। প্রায় সময়ই এমন ভোগান্তিতে পড়তে হয়।’

ট্রাকচালক জাকি মিয়া বলেন, ‘তেতৈতলা হাশপয়েন্ট থেকে এক ঘণ্টার বেশি সময় ধরে জ্যামে আটকে আছি। জ্যাম কেনো লেগেছে কিছুই বুঝতে পারছি না।’

এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রিজ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।