জামায়াত জাতিকে চাঁদাবাজমুক্ত দেশ উপহার দিতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর মানুষ মনে করেছিল আমরা চাঁদাবাজদের হাত থেকে মুক্ত হলাম কিন্তু আমরা কি দেখতে পেলাম? ফ্যাসিস্ট চলে গেলেও চাঁদাবাজি বন্ধ হয় নাই এক দলের পরিবর্তে আরেকদল চাঁদাবাজি শুরু করেছে বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সিএনজিস্ট্যান্ড থেকে শুরু করে হাট-বাজার সব দখল করে চাঁদাবাজির রাজত্ব কায়েম করছে। এই চাঁদাবাজদের কবল থেকে জাতি আজ মুক্তি চায়। জনগণের এই প্রত্যাশা পূরণে জামায়াত ইসলামী প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ জামায়েত ইসলামী জাতিকে চাঁদাবাজমুক্ত দেশ উপহার দিতে চায়।’
শুক্রবার (২২ আগস্ট) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী বাজারে সেন্টার কমিটির উদ্যোগে কমিটির সভাপতি শাহ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত ইসলামী সরকার গঠন করলে একজন মুসলমান যে সুযোগ-সুবিধা ভোগ করবে একজন অমুসলিমও একই সুযোগ-সুবিধা ভোগ করবে। ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। জামায়াত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোন ব্যক্তির এক ইঞ্চি জায়গা অবৈধভাবে দখল করে নাই ভবিষ্যতেও কোনো দিন করবে না। আমরা ইসলামিক আদর্শকে লালন করি, ব্যক্তি ও সামাজিক জীবনে এর প্রতিফলন ঘটাই।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের দফতর সম্পদক আব্দুল বারী, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো: আশরাফুল আলম (মুত্তালিব) উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি ডা: এনামুল হক সেলিম, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: বেলাল হোসেন, পেশাজীবি সংগঠনের সেক্রেটারি ডা: তারিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নবী নেওয়াজ ফরিদসহ স্থানীয় নেতারা।