কুমিল্লায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তিনি মারা গেছেন তা তদন্তের পর জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার |নয়া দিগন্ত

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় রানী বালা সরকার (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) সকালে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া রাস্তার পাশে বাচ্চু মিয়ার বাড়ির পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

তিনি কামাল্লা গ্রামের হিন্দুপাড়া জয়ন্ত সাহার বাড়ির মৃত নিবারণ সরকারের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তেমুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির পুকুরের মধ্যে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্বজনদের কাছ থেকে জানা যায়, রানী বালা সরকার মানসিকভাবে অসুস্থ ছিল। সে ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে রানী বালা সরকারের লাশ শনাক্ত করে।

বাঙ্গারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তিনি মারা গেছেন তা তদন্তের পর জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।