অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না

‘বাংলাদেশে ফ্যাসিস্টদের আস্তানা আর করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। বাংলাদেশে আমরা আর ভোট ডাকাতি করতে দেব না। এই বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না।’

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের নেতা-কর্মীদের অরক্ষিত রেখে বিপদের মুখে ফেলে নিজের পরিবার স্বজন নিয়ে পালিয়ে গেছে।’

শুক্রবার (২১ মার্চ) ঝিনাইদহের শৈলকুপায় কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘১৬ বছরে অনেক আওয়ামী লীগ নেতা-কর্মী হালুয়া রুটির ভাগ পায়নি। কিন্তু শেখ পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ৫ আগস্টের আগে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশে তারা আর নিরাপদে থাকতে পারবে না। এরপরই তারা দেশ থেকে নিরাপদে পালিয়ে গেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টদের আস্তানা আর করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। বাংলাদেশে আমরা আর ভোট ডাকাতি করতে দেব না। এই বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না।’

নাগরিক সমাজের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।