শিবচরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক জব্দ

গ্রেফতারদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫-২০টি করে ডাকাতির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্র গড়ে সড়ক ও মহাসড়কে ডাকাতি করতো।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
শিবচরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার |ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শিবচর থানায় সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের জানান, গত ১৩ আগস্ট রাতে পাবনা জেলার ব্যবসায়ী আমির মাদারীপুরের শিবচরের চান্দেরচর এলাকায় যাওয়ার জন্য অস্ট্রেলিয়ান জাতের দুটি গরু কিনে ট্রাকে করে পরিবহন করছিলেন। গাড়িটি শিবচরের পাঁচ্চর এলাকায় পৌঁছলে একদল ডাকাত সড়কে ট্রাক দিয়ে পথ অবরোধ করে চালক ও ব্যবসায়ীকে মারধর করে। এরপর দুটি গরু লুট করে নিয়ে যায় এবং রশি দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে রেখে যায়।

তিনি আরো বলেন, ঘটনার পর শিবচর থানায় একটি ডাকাতি মামলা করেন ভুক্তভোগী। পরে মামলার তদন্তে নামে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নির্দেশে সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। পরে গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত দলের মূলহোতা এবং ১৫টি ডাকাতি মামলার আসামি ফরিদ ওরফে শামীমকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তার সহযোগী ট্রাক চালক মোমিন ও নয়নকেও গ্রেফতার করা হয়। পরে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকও জব্দ করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার বলেন, গ্রেফতারদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫-২০টি করে ডাকাতির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্র গড়ে সড়ক ও মহাসড়কে ডাকাতি করতো। গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।