জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা সাইকেল চালিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এদিকে শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা করে দলটির নেতারা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের মিজান ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
এ সময় যাত্রাটি মিজান রোড, কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড ও শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মাঠ সংলগ্ন শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত সাইকেল চালিয়ে শোভাযাত্রায় নেতৃত্ব দেন। যাত্রার অগ্রভাগে ছিলেন যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন, আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন। এ সময় জেলা নেতৃবৃন্দ ছাড়াও পৌরসভাসহ বিভিন্ন ইউনিট নেতাকর্মীদের সাইকেল চালাতে দেখা যায়।
এ সময় ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’সহ দলীয় ও দেশাত্মবোধক গানে মেতে উঠে নেতাকর্মীরা। এছাড়া গ্রামাঞ্চল থেকে আসা সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি রঙ-বেরঙয়ের ব্যানার ও ফেস্টুন নিয়ে উৎসবের আবহে শোভাযাত্রায় অংশ নেয়।
যুবদল নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে যুবদলের উদ্যোগে ফুলগাজীর বেগম খালেদা জিয়া সড়কের সংস্কার কার্যক্রম এবং ২৯ অক্টোবর ট্রাংক রোডের পুরাতন মুক্ত বাজারস্থ জুলাই চত্বর প্রাঙ্গণে ১ টাকার বাজার বসানো হবে। এছাড়া যুগোপযোগী আধুনিক যুবদল গড়ার জন্য ৩১ অক্টোবর বেলা ৩টায় শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা যুবদলের উদ্যোগে অনলাইন পোর্টাল উদ্বোধন করা হবে।
 
 



