ঢাকায় হাদিকে গুলির প্রতিবাদে নীলফামারীতে শিবিরের বিক্ষোভ

শনিবার বিকেলে শহরের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
হাদিকে গুলির প্রতিবাদে নীলফামারীতে শিবিরের বিক্ষোভ
হাদিকে গুলির প্রতিবাদে নীলফামারীতে শিবিরের বিক্ষোভ |নয়া দিগন্ত

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে চৌরঙ্গী মোড়ে শহর শাখার সেক্রেটারি সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হান, জাকির হোসেন রঞ্জু ও শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম।

বক্তারা বলেন, নির্বাচন বানচালের জন্য একটি শক্তি ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হাদিকে গুলি করা হয়। দেশকে অস্থিতিশীল করার জন্যই এ রকম ঘটনা সৃষ্টি করা হয়েছে।