ধান গবেষণায় সৃজনশীল তরুণদের অংশগ্রহণে ব্রি’তে কর্মশালা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাম্প্রতিক গবেষণা ও উদ্ভাবনের সাথে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ব্রি সদর দফতরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ধান গবেষণায় সৃজনশীল তরুণদের অংশগ্রহণে ব্রি’তে কর্মশালা
ধান গবেষণায় সৃজনশীল তরুণদের অংশগ্রহণে ব্রি’তে কর্মশালা |নয়া দিগন্ত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাম্প্রতিক গবেষণা ও উদ্ভাবনের সাথে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্রি সদর দফতরে অনুষ্ঠিত হলো ‘ব্রির অর্জন ও অগ্রগতি : তারুণ্যের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিতত্ত্ব বিভাগের প্রধান ও ফোকাল পয়েন্ট (তারুণ্যের উৎসব) ড. মো: আদিল বাদশাহ। কর্মশালায় ব্রি’র বিভাগীয় ও শাখা প্রধানগণসহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন কলেজের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

জুলাই–ডিসেম্বর ২০২৫ মেয়াদি ‘তারুণ্যের উৎসব’ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন তরুণদের গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।