রাজবাড়ী গোয়ালন্দের পদ্মায় ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি পাঙাশ। যা বিক্রি হয়েছে ৪৯ হাজার ৪০০ টাকায়।
শনিবার (১৪ জুন) দুপুরে উচমান হালদার নামে এক স্থানীয় জেলের জালে এ বিশাল পাঙাশটি ধরা পড়ে।
জানা যায়, মাছটি ধরার পর উচমান হালদারের কাছ থেকে প্রতি কেজি এক হাজার ৮০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান। পরে শাজাহান ওই মাছটি ফেরিঘাটের নিজের আড়তে নিয়ে গেলে ভিড় জমে উৎসুক জনতা ও ব্যবসায়ীদের।
এদিকে শাহজাহান শেখ মাছটি আরো ভালো দামে বিক্রির জন্য অনলাইনে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করলে সিলেটের এক ব্যবসায়ী প্রতি কেজি এক হাজার ৯০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেন।
আড়তদার সম্রাট শাহজাহান বলেন, ‘এত বড় পাঙাশ মাছ পাওয়া এখন বিরল। মাছটি একদম টাটকা থাকায় ভালো দামেই বিক্রি করতে পেরেছি।’
এদিকে এ ঘাটে প্রতিনিয়তই নানা প্রজাতির ছোট-বড় মাছ ধরা পড়লে জনতার মাঝে উৎসবের আমেজ দেখা যায়। বর্ষা মৌসুমজুড়েই দৌলতদিয়া ঘাটে বড় মাছ ক্রয়-বিক্রয়ের আমেজ থাকে বলে জানান স্থানীয়রা।