বিদেশ থেকে মেশিন এনে মুন্সিগঞ্জে ইয়াবা তৈরি, সরঞ্জামসহ আটক ১

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বসতবাড়িতে গড়ে ওঠা গোপন ইয়াবা কারখানায় অভিযান চালিয়ে বিদেশী মেশিন ও রাসায়নিকসহ ৮০০ পিস ইয়াবা ও আইস জব্দ করেছে পুলিশ, এ ঘটনায় ফিরোজ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
ইয়াবা তৈরির সরঞ্জামসহ ফিরোজকে (৩৭) আটক করেছে পুলিশ
ইয়াবা তৈরির সরঞ্জামসহ ফিরোজকে (৩৭) আটক করেছে পুলিশ |নয়া দিগন্ত

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বসতবাড়ির ভেতরে গড়ে ওঠা একটি ইয়াবা কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে বিদেশ থেকে আনা আধুনিক মেশিনে ইয়াবা তৈরির অভিযোগে ফিরোজ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম আইস, ইয়াবা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ বেতকা গ্রামে তার খালু রশীদ ঢালীর বাড়িতে ভাড়া থেকে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফিরোজ প্রায় এক দশক ধরে ঢাকায় মাদককারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কয়েক মাস আগে তিনি হংকংয়ে যান এবং সেখান থেকে ইয়াবা তৈরির আধুনিক যন্ত্রাংশ দেশে আনেন। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে রাসায়নিক দ্রব্য এনে বাড়ির একটি পাকা ঘরে গোপনে ইয়াবা উৎপাদন শুরু করেন।

টংগিবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ মাদক উৎপাদনের বিষয়টি স্বীকার করেন। উদ্ধার করা যন্ত্রপাতি ও কেমিক্যাল ব্যবহার করে সদ্য ইয়াবা তৈরি শুরু করেছিলেন ফিরোজ। এ চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।