রাজশাহীতে ওষুধ ভেবে টয়লেট ক্লিনার পানে বৃদ্ধার মৃত্যু

তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন এবং চোখে ভালো দেখতে পেতেন না। অসাবধানতাবশত ওষুধ ভেবে টয়লেট ক্লিনার পান করেন।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Rajshahi
দুর্গাপুর থানা
দুর্গাপুর থানা |সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে ওষুধ ভেবে টয়লেট ক্লিনার (হারপিক) পান করে মোতাহারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা মোতাহারা বেগম তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন এবং চোখে ভালো দেখতে পেতেন না। অসাবধানতাবশত ওষুধ ভেবে টয়লেট ক্লিনার পান করেন।

পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, হারপিক পান করার পর তিনি তীব্র ব্যথায় ছটফট করতে থাকেন। তার মেয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।