রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

‘সকাল সাড়ে ৭টার দিকে মুক্তি মহিলা সমিতি অফিসের সামনে ডোবার পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।’

মেহেদুল হাসান আক্কাস, গোয়ালন্দ (রাজবাড়ী)

Location :

Rajbari
দুর্বৃত্তদের হামলায় নিহত যুবক
দুর্বৃত্তদের হামলায় নিহত যুবক |নয়া দিগন্ত

রাজবাড়ীতে দৌলতদিয়া ঘাট এলাকায় যৌনপল্লীর পাশে নজরুল ইসলাম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ জুন) ভোরের দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নজরুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এসে সকাল সাড়ে ৭টার দিকে মুক্তি মহিলা সমিতি অফিসের সামনে ডোবার পাড় থেকে তার লাশ উদ্ধার করে।

নজরুল দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ড ইমান খাঁ পাড়ার মরহুম শাহাজউদ্দিন বেপারির ছেলে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে দৌলতদিয়া যৌনপল্লীর কাছে মুক্তি মহিলা সমিতি অফিসের সামনে রেললাইনের পাশে সৈজউদ্দিন ফকীরের কবরের পাশে ডোবার পাড়ে ফেলে রাখে। নজরুল যৌনপল্লীতে মুদি দোকান করতেন। তার বিরুদ্ধে একাধিক মাদক ও জুয়ার মামলা রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রোববার দিবাগত রাতের কোনো এক সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ডোবার পাশে ফেলে পালিয়েছে।

নিহত নজরুলের বড় ভাই ইমরান হোসেন বাবু এবং স্ত্রী পারুল বেগম বলেন, নজরুলকে কে বা কারা হত্যা করেছে তারা তা বুঝে উঠতে পারছে না। তারা এই হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নিহত নজরুলের এক ছেলে ও দুটি মেয়ে রয়েছে বলে জানান তারা।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নজরুলের মাথা ঘাড়, পিঠ, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসী হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।