বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি বাড়ল আরো ১ দিন

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি চলমান, এক দিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
বাগেরহাট জেলার ম্যাপ
বাগেরহাট জেলার ম্যাপ |নয়া দিগন্ত

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। কর্মসূচি বুধবার পর্যন্ত ঘোষণা করা হলেও পরে সেটি বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত করার ঘোষণা দেয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিতি কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন। ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট।

সকালে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি। দুপুরে কর্মসূচি শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা দেন কমিটির আহ্বান এম এ সালাম।

‎সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘হিন্দু ধর্মালম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা ও ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি চিন্তা করে হরতালের কর্মসূচি প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি দেয়া হয়েছে। ঘেরাও কর্মসূচি আজকে শেষ হওয়ার কথা থাকলেও সেটি বাড়িয়ে আগামী দিন পর্যন্ত নেয়া হয়েছে।’

‎জামায়েতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি ও সর্বদলীয় সম্মিলিত কমিটি সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, ‘ইতোমধ্যে দু’টি রিট হয়েছে। আরো রিটের প্রস্তুতি চলছে। আশা করি আদালতে আমরা ন্যায়বিচার পাবে।’

গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন (ইসি)। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসনবিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।