নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থীর দ্বারা ধর্ম অবমাননা এবং মাদক সংশ্লিষ্টতার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: তানজিল হোসেনকে আহ্বায়ক ও প্রক্টর ড. মো: মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: মিজানুর রহমান।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক বাকী বিল্লাহ (সাকার মুস্তাফা), সহকারী প্রক্টর আলিম মিয়া ও সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে ঘটনার অনুসন্ধান পূর্বক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি, নিজেকে গড বলে দাবি করা, শিক্ষার্থীদের মাদকসেবনে বাধ্য করাসহ ধর্ম অবমাননার একাধিক অভিযোগ উঠে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ম অবমাননার সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ এবং বিভাগ থেকে তাদের বয়কটের ডাক দেয় ওই বিভাগের অন্য শিক্ষার্থীরা।
এছাড়া ধর্ম অবমাননা ও মাদক সংশ্লিষ্টতার ঘটনার প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কয়েক দফা বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবির মুখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।