রৌমারীর যাদুরচরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

উপজেলার যাদুরচর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম)

Location :

Kurigram
কুড়িগ্রামের ম্যাপ
কুড়িগ্রামের ম্যাপ |ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরে ডুবে সাভাব (২) ও আবু তাহা (২) নামের দুই শিশুর মৃত্যুর হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

সাভাব ওই গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে ও আবু তাহা একই গ্রামের আবু তালেব মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। পরিবারের অগোচরে হঠাৎ তারা পুকুরে পড়ে যায়। শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে পুকুরে তাদের ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শরবেশ আলী বলেন, ‘শিশু দু’টির সম্পর্ক মামা-ভাগ্নে। এমন শিশু দু’টির মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। আমরা পরিবারকে সব ধরণের সহযোগিতা করছি।’

এ ঘটনায় রৌমারী থানা পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। তবে পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় তাদের দাফনের ব্যবস্থা চলছে।