বিশ্ব পোলিও দিবসে ফেনীতে র‍্যালি

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে ফেনীতে রোটারি ইন্টারন্যাশনাল-ডিস্ট্রিক্ট ৬৫’র উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে; অংশগ্রহণকারীরা পোলিও নির্মূলে শতভাগ সফলতার আশাবাদ ব্যক্ত করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বিশ্ব পোলিও দিবসে ফেনীতে র‍্যালি
বিশ্ব পোলিও দিবসে ফেনীতে র‍্যালি |নয়া দিগন্ত

ফেনী শহরে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র‌্যালি করেছে রোটারি ইন্টারন্যাশনাল-ডিস্ট্রিক্ট ৬৫।

শুক্রবার (২৪ অক্টোবর) শহরের শান্তি কোম্পানি সড়কে এ কর্মসূচি পালিত হয়।

প্রতি বছরের ২৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় পোলিও দিবস। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর এরিয়ার আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

কো-অর্ডিনেটর এম মামুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন ডেপুটি কো-অর্ডিনেটর (এডমিন) এ কে এম সাইফুল ইসলাম মজুমদার, ডেপুটি কো-অর্ডিনেটর (ফিন্যান্স) ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, পিপি সাইদুল মিল্লাত মুক্তা, পিপি জানে আলম, পিপি নিজাম উদ্দিন, প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হানিফ, আনোয়ার হোসেন, আরাফাতুল মিল্লাত দিপুল প্রমুখ। এ সময় রোটারেক্ট ক্লাবের সভাপতি ও সদস্যগণ, সিটি গার্লস হাই স্কুল, সালাউদ্দিন হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

কো-অর্ডিনেটর এম মামুনুর রশিদ র‌্যালিতে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং অচিরেই পোলিও নির্মূলে শতভাগ সফলতার আশাপ্রকাশ করেন।

উল্লেখ্য, সারাবিশ্বের ১২২টি দেশে প্রায় ২৫০ কোটি শিশুকে টিকা দেয়ার মাধ্যমে বিশ্ব থেকে পোলিও নির্মূলের মূল নেতৃত্ব দেয় রোটারি ইন্টারন্যাশনাল।