নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরে শিয়ালের কামড়ে তিনজন কৃষক আহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকালে কেশবা ময়দান পাড়াগ্রামে জমিতে ধানক্ষেতে নিড়ানি দেয়ার সময় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা বলেন একই গ্রামের মৃত আনছার আলীর ছেলে মতিয়ার রহমান (৫৬), কালুয়া মামুদের ছেলে সুলতান মালী (৭৬) ও মফছার আলীর ছেলে মহসীন আলী (১৮)। তাদেরকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, আহতরা সকালে নিজ ধানক্ষেতে নিড়ানি দেয়ার জন্য মাঠে যায় এ সময় শিয়ালের একটি দল তাদের উপর ঝাপিয়ে পড়ে শরীরে বিভিন্ন জায়গায় কামড় ও নখের ধারালো আছড় দিয়ে পালিয়ে যায়।
এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কিশোরগঞ্জ জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার মেহেদী হাসান নোবেল জানায়, শিয়ালের কামড় গুরুতর ছিল রক্ত বন্ধ হচ্ছিল না। এজন্য তাদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।