পোরশায় চার্জার ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে হতাহত ৩

বুধবার সকালে পোরশা উপজেলার নিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

নওগাঁর পোরশা উপজেলায় ব্যাটারি চালিত চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো দু‘জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে পোরশা উপজেলার নিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিজাম উদ্দিন সাপাহার উপজেলার দক্ষিণ খোট্টাপাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে এবং অন্য আহতরা হলেন শিতলী গ্রামের আব্দুল জব্বারের ছেলে হাকিম (৫৫) এবং ফয়েজের ছেলে ফাইম (১৭)।

জানা গেছে, বুধবার সকালে নিজাম উদ্দিন মোটরসাইকেলে নিতপুরের দিকে যাচ্ছিলেন। পথে নিতপুর বড় ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত চার্জার ভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। নিজাম উদ্দিনকে রাজশাহীতে নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্য দু’জনকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মৌখিকভাবে অবগত হয়ে লাশ থানায় নিয়ে এসেছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।