কুমিল্লা-১০ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-১০ আসনে জামায়াত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ প্রকাশ করেন।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
কুমিল্লা-১০ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা-১০ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো: রেজা হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আমির অ্যাডভোকেট মো: শাহজাহান, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো: জামাল উদ্দিন, পেড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজী, রায়কোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মদ মজুমদার, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কামাল, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন, মাওলানা ইউছুফ আলী, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাছির উদ্দিন মোল্লা, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, নাঙ্গলকোট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির হারুনুর রশিদ, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মাওলানা হাসান প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা ইয়াছিন আরাফাত সাংবাদিকদের বলেন, ‘একটি সমৃদ্ধ সমাজ গঠন এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে আমরা ছিলাম। আজকে তার একটি নতুন যাত্রা শুরু হয়েছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন হয় এবং সব প্রার্থীর ক্ষেত্রে যাতে লেভেল প্লেয়িং ফিল্ড হয়, রাষ্ট্রকে এদিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।’