শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিন এবং একদিন সাপ্তাহিক ছুটিসহ মোট সাত দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আজ শনিবার আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ চিঠি থেকে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত চারদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর শুক্রবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনও কার্যক্রম বন্ধ থাকবে। লক্ষীপূজা উপলক্ষে ৬ ও ৭ অক্টোবর আরো দুই দিন বন্দর কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার আহমেদ ভূঁইয়া বলেন, ‘ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মতিতে নির্ধারিত সময় অনুযায়ী আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’