নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় তিন সন্তানের জননী স্ত্রী রাবেয়া আক্তারকে (২৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর স্বামী রাশেদ মিয়া (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়ায় এ ঘটনা ঘটে।
রাবেয়া ওই গ্রামের আলতু মিয়ার মেয়ে ও রাশেদ একই গ্রামের পন্ডিত মিয়ার ছেলে।
পারিবারিক কলহের কারণে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রাবেয়া ও রাশেদের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর তাদের মধ্যে কোনো রকম কলহ ছাড়াই দাম্পত্য জীবন চলতে থাকে। তাদের ঘর আলোকিত করে তিন সন্তানের জন্ম হয়। কিন্তু দিনমজুর রাশেদ তার স্বল্প আয়ের টাকায় সংসার চালাতে হিমশিম খেতে থাকেন। অভাব-অনটনের কারণে প্রায়ই তাদের মধ্যে দাম্পত্য কলহ ঘটতে থাকে। এরই জের ধরে শনিবার (১২ জুন) দুপুরে নিজ ঘরে কলহের একপর্যায়ে পাশে থাকা কুড়াল দিয়ে এলোপাথারি কোপালে স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্ত্রীর মৃত্যুর দৃশ্য সইতে না পেরে ঘরে গিয়ে দরজা আটকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। কোন সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান শনিবার সন্ধ্যায় নয়া দিগন্তকে জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন রাশেদ মিয়া। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।