শরণখোলায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

জাকির আকন নিজ বাগানে সুপারি পাড়তে গাছে ওঠেন। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় তিনি বিদ্যুতের তারে স্পর্শ করে ঝুলে পড়েন।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Bagerhat
শরণখোলায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
শরণখোলায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎপৃষ্টে জাকির আকন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জাকির আকন উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের বাসিন্দা হালিম আকনের ছেলে।

প্রতিবেশী হাসান হাওলাদার জানান, জাকির আকন নিজ বাগানে সুপারি পাড়তে গাছে ওঠেন। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় তিনি বিদ্যুতের তারে স্পর্শ করে ঝুলে পড়েন। কিছুক্ষণ পর নিচে পড়ে গেলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কেয়া মনি জানান, বিদ্যুৎপৃষ্ট অবস্থায় জাকির আকনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা।