ফরিদপুরে আসন পুনর্বিন্যাসে মহাসড়ক অবরোধ, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

গরমে হাবিব অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
আসন পুনর্বিন্যাসে মহাসড়ক অবরোধ, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
আসন পুনর্বিন্যাসে মহাসড়ক অবরোধ, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দু‘টি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে দ্বিতীয়বারের মতো আবারো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাঙ্গা গোলচত্ত্বরের আশপাশে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে উভয় রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, আন্দোলনে অংশ নিতে এসে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে হাবিবুর রহমান হাবিব (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

হাবিব আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের মরহুম আব্দুল আজিজের ছেলে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলা হাসপাতালের সামনের মহাসড়কে আন্দোলনে অংশ নেন তিনি।

হাবিবের স্বজন আবু সাঈদ জানান, গরমে হাবিব অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এসব রুটে লোকাল ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আবারো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নির্বাহী গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা পরদিন থেকেই মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।