ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

আলফাডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে ফরিদপুর শহরে যাওয়ার পথে কাদিরদী কলেজের সামনে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
শাহানুর বাবু (২৬)
শাহানুর বাবু (২৬) |নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় শাহানুর বাবু (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহানুর উপজেলার পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মরহুম মান্নান মোল্যার ছেলে এবং আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

অন্যদিকে দুর্ঘটনায় শাহানুরের সঙ্গী আরিফ ইসলাম (২৭) আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে ফরিদপুর শহরে যাওয়ার পথে কাদিরদী কলেজের সামনে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুরকে মৃত ঘোষণা করেন।

আহত আরিফ ইসলাম বলেন, ‘দ্রুতগামী বাসটি পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। হাসপাতালে নেয়ার পথে শাহানুর মারা যায়, আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি।’

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো: আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে কাউকে পাওয়া যায়নি। নিহত কলেজছাত্র ফরিদপুর মেডিক্যালে মারা গেছে।’

তিনি আরো জানান, ঘাতক বাসটি পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।