ফেনীর দাগনভূঞায় চলাচলের রাস্তার ওপর গৃহ নির্মাণের বালু এনে স্তূপ করে রাখায় দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাতে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের মধ্যম জগতপুর গ্রামের তালতলী টু চৌধুরীহাট সড়কের মোবারক মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুর স্তূপ থাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি দেখা যাচ্ছিলো না। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে উভয় গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
নিহত জাকির হোসেন সোনাগাজী উপজেলার দক্ষিণ চরমজলিশপুর হেলাগাজী ভূইয়া বাড়ির সফি উল্যাহর ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন—অর্পিতা (২০), আফতাহী (৪ মাস), মিফতাহুল জান্নাত (৪ মাস), সাইফুল ইসলাম (৪৬), কহিনুর (৬০), লিজু আক্তার (২৩) ও নিরব (১৫)।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল আজিম নোমান জানান, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



