কাউখালীতে পরিবেশ অধিদফতরের অভিযানে একাধিক অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

শনিবার দুপুর ১২টার দিকে রাঙ্গামাটি জেলার কাউখালীতে পরিবেশ অধিদফতরের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

Location :

Rangamati
৩ অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা
৩ অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা |নয়া দিগন্ত

আরিফুল হক মাহবুব, কাউখালী (রাঙ্গামাটি)

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা পরিচালনার দায়ে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ও বেতবুনিয়ায় তিনটি অবৈধ ইটভাটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। পাশাপাশি এসব ভাটার প্রত্যেকটির মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে দশ লাখের বেশি কাঁচা ইট নষ্ট করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাঙ্গামাটি জেলার কাউখালীতে পরিবেশ অধিদফতরের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বন্ধ করে দেয়া ইটভাটাগুলোর মধ্যে রয়েছে- বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার এএমবি ব্রিকস, আদর্শগ্রাম এলাকার এটিএম ব্রিকস ও তারাবনিয়া কুলাবেচা এলাকার এমএনসি ব্রিকস।

এ সময় ভাটাগুলোর চুল্লীর বেজমেন্টের দেয়াল ভেঙে দেয়া হয় এবং বিদ্যুৎ অফিসের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ও বিদ্যুতের তার জব্দ করা হয়।

এছাড়া অভিযানকালে চার হাজার ৫২৭ ঘনফুট কাঠ জব্দ করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য খাসখালী রেঞ্জের বন কর্মকর্তার জিম্মায় দেয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, এর আগেও এ তিনটি ইটভাটাকে জরিমানাসহ ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। সেই সময় ভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে পরিবেশ অধিদফতর নিয়মিত মামলা দায়ের করে, যে মামলা এখনো চলমান রয়েছে।

অভিযানের সময় পরিবেশ অধিদফতরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মমিনুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর কাউখালী রাবার বাগান ক্যাম্পের একটি দল, কাউখালী থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, বন বিভাগের খাসখালী রেঞ্জ কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।