‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিকল্প নেই’ বলে মন্তব্য করে সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো নিজের মধ্যে ইনসাফ বা ন্যায়ের চর্চা প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলরা যদি ন্যায়পরায়ণতা ও ভারসাম্য বজায় রাখেন, তবে দেশে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা অনায়াসেই সম্ভব।’
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার মাঠে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এসব কথা বলেন।
মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘ইনসাফ ইসলামের শিক্ষা। যারা ইসলামের নামে রাজনীতি করে অথচ তলে তলে ইসলামের ক্ষতি করে, তাদের ক্ষমতায় আসার সুযোগ দেয়া যাবে না। ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে হক ও সত্যের পক্ষে থাকতে হবে।’
তাই আসন্ন জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা গোলাম আম্বিয়া কয়েসের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আলিমুদ্দিন দুর্লভপুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, সিলেট জেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা শায়খ আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, দারুস সালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিমসহ জমিয়তে ইসলাম বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতারা।
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত এ গণসমাবেশ শেষে জমিয়ত ও এর অঙ্গসংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এক বিশাল মিছিল গোয়াইনঘাট উপজেলা সদর প্রদক্ষিণ করে।