ব্রি’তে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব

নবান্ন উৎসব শেকড়ের সাথে আমাদের নতুনভাবে সংযোগ স্থাপনের চেষ্টা : ডিজি

ব্রি’র মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন গবেষণা বিভাগ ও শাখা প্রধানরা এসব আনুষ্ঠানিকতায় নেতৃত্ব দেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
ব্রি’র নবান্ন উৎসব
ব্রি’র নবান্ন উৎসব |নয়া দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিটে (ব্রি) নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৬ নভেম্বর) দিনভর বিভিন্ন অনুষ্ঠাণের আয়োজন করা হয়। ব্রি’র মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন গবেষণা বিভাগ ও শাখা প্রধানরা এসব আনুষ্ঠানিকতায় নেতৃত্ব দেন।

ব্রি’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রযুক্তি সম্পাদক ও প্রধান মো: রাশেল রানা জানান, নবান্ন উৎসব উপলক্ষে রোববার সকালে ব্রি’তে বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের নেতৃত্বে মাঠে ধান কাটা হয়। পরে ব্রি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম এবং মিসেস ডিজি ফারজিয়া আহমেদ সিম্মি উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্রি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও আরএফএসই (রাইস ফার্মিং সিস্টেম ইভাল্যুয়েশন) বিভাগের প্রধান ড. মো: ইব্রাহিম হোসেন।

দিবসটি উপলক্ষে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘নবান্ন উৎসব আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। নবান্ন বাংলাদেশের কৃষি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নবধানের আনন্দ শুধু কৃষকের নয়, এটি আমাদের খাদ্য নিরাপত্তার মাইলফলক। এর মাধ্যমে অগ্রহায়ণ মাসের প্রথম দিনটিতে আমাদের প্রধান ফসল ধান কাটার বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার শুভ সূচনা হয়। এভাবে আমরা আমাদের শেকড়ের সাথে নতুনভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করি। এই আনুষ্ঠানিকতার পাশাপাশি আমাদের মেহনতী কৃষক ভাইয়েরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান সেজন্যও আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্রি সর্বদা কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে।’

অনুষ্ঠানে ব্রি’র ঊর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ স্থানীয়রা অংশ নেন। সভা শেষে নতুন চালের তৈরি পিঠা-পায়েস বিতরণ করা হয়।