কক্সবাজারে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সামাজিক সংলাপ

‘যুবদের জন্য সবুজ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য দিবসটির আয়োজন করে ব্র্যাক। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের ক্যারিয়ার ভাবনা শেয়ার করেন তরুণ-তরুণীরা।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
নয়া দিগন্ত

কক্সবাজারে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘সামাজিক সংলাপ: যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘যুবদের জন্য সবুজ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য দিবসটির আয়োজন করে ব্র্যাক।

বুধবার (১৩ আগস্ট) সকালে কক্সবাজার যুব উন্নয়ন অধিদফতরের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কক্সবাজার যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী।

এদিকে সেমিনারে আয়োজিত সংলাপে বক্তব্য দেন কক্সবাজার জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তার, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী, কক্সবাজার সিটি কলেজের পর্যটন ও আতিথিয়তা বিভাগের প্রধান মইনুল হাসান পলাশ, ডাচ-বাংলা ব্যাংক কক্সবাজার শাখার সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মো: সাজ্জাদ সালাম, ব্র্যাকের আইএসইসি প্রকল্পের প্রজেক্ট লিড মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাংবাদিক হুমায়ুন কবির জুশান।

বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তরুণদের হাতে-কলমে দক্ষতা অর্জন অপরিহার্য। দেশের চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ায় এবং যোগ্য প্রার্থী না পাওয়ায় দক্ষতা ঘাটতি আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, ভবিষ্যতের কর্মসংস্থানে টেকসই খাত যেমন পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে দক্ষতা উন্নয়ন জরুরি। তাই যুবদের আত্মবিশ্বাসী হয়ে সুযোগ গ্রহণের আহ্বান রইলো।

এদিকে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের ক্যারিয়ার ভাবনা শেয়ার করেন তরুণ-তরুণীরা।

তারা জানান, প্রাতিষ্ঠানিক ডিগ্রি শেষ করলেও বাস্তব কাজের দক্ষতা কম থাকায় চাকরিতে প্রবেশ করতে পারছেন না। তাই সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে বাজার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে হবে। এতে তরুণরা শুধু চাকরি খুঁজবে না, উদ্যোক্তা হিসেবেও এগিয়ে আসতে পারবে।