ঝিনাইদহের শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অপু নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আপু বন্ধপুর গ্রামের সেকেন্ডার আলির ছেলে। আপু শৈলকুপার কবিরপুর সিটি কলেজের ছাত্র। সে এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়ার পর পরিবারের সদস্যরা তাকে এলাকার ফুরু নামের এক ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক দেয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে তাকে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়।
এ ব্যাপারে ব্রহ্মপুর গ্রামের ইলিয়াস নামে এক ব্যক্তি জানান, ‘রাতে ঘুমন্ত অবস্থায় অপুকে বিষাক্ত সাপে কামড় দিলে হাসপাতালে চিকিৎসা করা অবস্থায় মারা যায়।’