রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সেক্রেটারিসহ দু’জনকে আটক করা হয়।
রোববার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি ব্রিকফিল্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন— বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার খন্দকার আব্দুর রশিদের ছেলে ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছেলে মসিউল আলম চুন্নু এবং একই উপজেলার শেখপাড়া এলাকার মো: রফিক শেখের ছেলে মো: হৃদয় শেখ।
অভিযানকালে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— একটি এয়ার রাইফেল, আটটি মোবাইলফোন, তিনটি ওয়াকিটকি, চারটি ওয়াকিটকি চার্জার, দু’টি দেশী চাকু, একটি ভর্তি মদের বোতল, তিনটি খালি মদের বোতল ও নগদ ৩৮ হাজার টাকা।
অভিযান শেষে জব্দকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ আটক দু’জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



