রাজবাড়ীতে ভ্যানশ্রমিকদের সাথে ব্যারিস্টার কাজী রহমান মানিকের মতবিনিময়

এ সময় ব্যারিস্টার কাজী রহমান মানিক এক কোটি টাকার একটি ফান্ড তৈরি করে দেয়ার ঘোষণা দেন। যেখান থেকে ভ্যানশ্রমিকরা তাদের জরুরি চিকিৎসা, সন্তানের উচ্চশিক্ষা ও বিয়ে-শাদীর প্রয়োজনে বিনা সুদে লোন নিতে পারবেন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
ভ্যানশ্রমিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিস্টার কাজী রহমান মানিক
ভ্যানশ্রমিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিস্টার কাজী রহমান মানিক |নয়া দিগন্ত

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সহকারী অ্যার্টনি জেনারেল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার কাজী রহমান মানিক রোববার (২৮ সেপ্টেম্বর) বালিয়াকান্দি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার ভ্যানশ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন।

এ সময় তিনি ঐক্যবদ্ধ ভ্যানশ্রমিকদের কল্যাণার্থে এক কোটি টাকার একটি ফান্ড তৈরি করে দেয়ার ঘোষণা দেন। যেখান থেকে ভ্যানশ্রমিকরা তাদের জরুরি চিকিৎসা, সন্তানের উচ্চশিক্ষা ও বিয়ে-শাদীর প্রয়োজনে বিনা সুদে লোন নিতে পারবেন।

ভ্যানশ্রমিকদের উদ্দেশে ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, ‘১৬ বছর সংগ্রাম করেছি। অনেকবার গায়েবি মামলায় জেল-জুলুমের শিকার হয়েছি। ১৬ বছর পর স্বৈারাচারের পতন হয়েছে। এখন জিয়ার সৈনিকদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে রাজবাড়ী-২ আসন থেকে আমি এবার নমিনেশন পাব ইনশাআল্লাহ। আমি সবসময় জিয়ার সৈনিক ও সমর্থকদের সাথে আছি।’

ওই মতবিনিময় সভায় প্রায় তিন শতাধিক ভ্যানশ্রমিক উপস্থিত ছিলেন।