মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে শিক্ষাগত সনদ ও বয়স জালিয়াতি করে পদে বহালসহ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনায় কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অধ্যক্ষ খোরশেদ আলী নকল সার্টিফিকেট ব্যবহার করে অধ্যক্ষ পদে দীর্ঘদিন ধরে বহাল রয়েছেন। এছাড়া কলেজের বিভিন্ন ফান্ডের টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে আসে দুদক।
তবে এ বিষয়ে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অভিযানের সময় কলেজে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একইসাথে অনেক শিক্ষক-কর্মচারী দুদকের কর্মকর্তাদের সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
দুদকের কর্মকর্তারা জানান, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।