সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের গণ্ডি ছাড়িয়ে সারাদেশের নেত্রী হিসেবে এখন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কখনো কারো সাথে আপস করেননি। দেশের এ ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন।’
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনার মদনে বুড়াপীর মাজার প্রাঙ্গণে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। দেশ ও জনগণের কল্যাণে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বেগম জিয়া দ্রুত আরোগ্য কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন।



