চট্টগ্রামে জামায়াতকর্মীকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ১

‘সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জামালের সাথে কথা বলছিলেন। পরে তারা তাকে গুলি করে পালিয়ে যান। জামালের সাথে থাকা নাসিরও গুলিবিদ্ধ হয়েছেন। দু’জনই জামায়াতের সক্রিয় কর্মী।’

নয়া দিগন্ত অনলাইন
গুলিতে জামায়াতকর্মী নিহত, গুলিবিদ্ধ ১
গুলিতে জামায়াতকর্মী নিহত, গুলিবিদ্ধ ১ |সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নাসির উদ্দিন নামের আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। নাসিরও জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসিরের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ নাসিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নাসিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফটিকছড়ির বাসিন্দা ও নগরের জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার বলেন, ‘সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জামালের সাথে কথা বলছিলেন। পরে তারা তাকে গুলি করে পালিয়ে যান। জামালের সাথে থাকা নাসিরও গুলিবিদ্ধ হয়েছেন। দু’জনই জামায়াতের সক্রিয় কর্মী।’

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো: তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। নাসিরকে চমেক হাসপাতালে পাঠানো হয়।’ বাসস