আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে জেলার কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে কুশল বিনিময়ের সময় তিনি এই দোয়া কামনা করেন।
এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্যও দোয়া করেন। বিভিন্ন শ্রেণিকক্ষে আলাদা আলাদাভাবে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন।
শামীম সাঈদী বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের কাছে ভোট কামনা ও দোয়া চাই।
তিনি বলেন, আমি সবসময় আপনাদের সাথে আছি এবং থাকবো। অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে আমাকে আপনারা সবসময় পাশে পাবেন।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার বিকল্প নেই, শুধু মেধাবী হলে চলবে না, ভালো মনের মানুষ হতে হবে। সমাজের আদর্শ মানুষ হিসেবে তোমরা নিজেদেরকে তৈরি করবে।
তিনি তাদের উদ্দেশে আরো বলেন, পাঠ্যপুস্তক মুখস্ত না করে মনোযোগ সহকারে পড়াশোনা করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়তের ইসলাম কাউখালী উপজেলা শাখার আমির মাওলানা নজরুল ইসলাম, সাবেক আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।