প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম

নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে

‘নির্বাচনের সময় গুজব, অপতথ্য ও পক্ষপাতদুষ্ট সংবাদ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই গণমাধ্যমকে আরো সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম |নয়া দিগন্ত

নির্বাচনকে সামনে রেখে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, ‘নির্বাচনের সময় গুজব, অপতথ্য ও পক্ষপাতদুষ্ট সংবাদ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই গণমাধ্যমকে আরো সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনের কাছে দেশের ভাবমূর্তি গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মানসম্মত, নৈতিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকা থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন—এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: সাইফুর রহমান বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। একটি সংবাদ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও প্রভাব ফেলতে পারে। তাই আসন্ন নির্বাচনে সততা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দেশবাসীর আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মো: শহিদুল ইসলামসহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা। কর্মশালায় ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।