কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে খোকসা উপজেলার বিল কাটিয়ায় মোটরসাইকেল র্যালি নিয়ে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। এরপর র্যালিটি কুমারখালী ও খোকসা থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে কুমারখালী বাসস্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
এ সময় তিনি বলেন, ‘আপনাদের দোয়ায় আমি এবার নমিনেশন পেয়েছি। আপনাদের এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান আমার ওপর আস্থা রেখে আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন।‘
তিনি বলেন, ‘তারেক রহমান তারুণ্যের অহংকার আর এ তরুণদেরকে নিয়েই এবার ইনশাল্লাহ আমি ধানের শীষকে বিজয়ী করব। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হবে এ আশা রাখি।
তিনি আরো বলেন, ‘আপনারা জানেন তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছে। আরো অনেককেই দিতে পারেননি। আমি তাদেরকে আহ্বান জানাবো আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমার বিরুদ্ধে মিছিল না করে আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি।’
এসময় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাতিল মাহমুদ, কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিলাল হোসেন, বিএনপি নেতা তরিকুল ইসলাম লিপন ও ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু বক্তব্য রাখেন।



