বান্দরবানের মাতামুহুরী নদী থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো আরো দুই পর্যটক নিখোঁজ আছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে ২ নম্বর ওয়ার্ডস্থ বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশে মাতামুহুরী নদীর থেকে ওই পর্যটকের লাশটি উদ্ধার করা হয়। তার নাম শেখ জুবাইরুল ইসলাম। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে।
নিখোঁজ দুই পর্যটকের নাম মো: হাসান ও স্মৃতি আক্তার। তাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে সেখানে নিরাপত্তা বাহিনী পুলিশ ও স্থানীয়রা অভিযান চালাচ্ছে। বাকি ১৯ জন পর্যটক বর্তমানে আলীকদম থানায় রয়েছেন।
ফিরে আসা পর্যটকদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ঢাকা থেকে ৩৩ জনের পর্যটকের একটি গ্রুপ বান্দরবানের আলীকদম হয়ে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিসতং সামিটে যান। যাওয়ার পথে রাতে প্রবল বর্ষণের সময় আলীকদমের তৈন খাল পার হতে গিয়ে পর্যটক জোবাইরুল ইসলাম পানিতে ভেসে যান। এছাড়া, আরো দুই পর্যটক হাসান ও স্মৃতি নিখোঁজ হন। নিখোঁজদের খোঁজে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও স্থানীয়রা তল্লাশি চালাচ্ছে।
পর্যটক দলটি তাদের যাত্রা শুরুর আগে স্মৃতি আক্তার ফেসবুকে একটি পোস্ট দেয়। সেখানে তাদের গ্রুপে দুর্গম ক্রিসতং সামিটের কথা উল্লেখ করে। আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন জানিয়েছেন, প্রশাসনকে না জানিয়ে ৩৩ জনের একটি গ্রুপ দুর্গম এলাকায় যায়। সকালে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে নদী থেকে। নিখোঁজ দুজনের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পর্যটক দলটির নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো ঘটনাটি তদন্ত করছে।