সাবেক এমপি মতিউর রহমান তালুকদারের ইন্তেকাল

বর্তমান বরগুনা-১, সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য মো: মতিউর রহমান তালুকদার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
সাবেক এমপি মতিউর রহমান তালুকদারের ইন্তেকাল
সাবেক এমপি মতিউর রহমান তালুকদারের ইন্তেকাল |নয়া দিগন্ত

বর্তমান বরগুনা-১, সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য মো: মতিউর রহমান তালুকদার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মতিউর রহমান তালুকদার বিএনপি নির্বাহী কমিটির সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, সাবেক সহ-সভাপতি ও বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সভাপতি হারুন অর রশীদ রিংকু, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমুখ।