ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় নেতাকর্মীরা ইসরাইলি বর্বরতা রুখতে ইসরাইলি ও মার্কিন পণ্য বয়কটের ডাক দেন। জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার রহমান।