ঢাকার নবাবগঞ্জে এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গালিমপুর চক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা ওই এলাকায় পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। লাশটি পচে যাওয়ায় শরীরের আঘাতের কোনো চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা পাঠানো হবে। তবে লাশটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।