গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আকত আলী খান (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ জুন) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া পশ্চিম পাড়া গ্রামের বাদশা মাতুব্বর ও স্থানীয় ইউপি সদস্য মো: শহিদ হোসেন এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলছিল। বুধবার রাতে বাদশা মাতুব্বরের সমর্থক আকত আলী খান (৭৫) এশার নামাজ পড়ে মসজিদ হতে বাড়ি ফেরার পথে বাহাড়া পশ্চিমপাড়ার জহুর আলী খানের ঘাসের জমিতে অজ্ঞাত ৭/৮ জন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আকত আলী খানকে এলোপাতাড়ী কুপিয়ে মাথায় গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়।
আকত আলী খানের বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে তার বড় ছেলে হেলাল খান বাহাড়া পশ্চিমপাড়ার জহুর আলী খানের ঘাসের জমিতে বাবা আকত আলী খানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্য হয়।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে পাঠানো হয়েছে। এলাকা এখন শান্ত, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।