খুলনায় সংবাদ সম্মেলনে জামায়াতের এমপি প্রার্থী কৃষ্ণ নন্দী

এআই প্রযুক্তির মাধ্যমে অপপ্রচার ও হত্যার হুমকি দেয়া হচ্ছে

ভারতে অবস্থানরত ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল নামে সংগঠনের প্রতিষ্ঠাতা শিপন কুমার বসু আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে বারবার ফোন করে হুমকি দেন এবং তিনি হিন্দু হয়ে কেন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি সে প্রশ্ন তোলে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
সামাজিক মাধ্যমে অপপ্রচার ও হত্যার হুমকির প্রতিবাদের সংবাদ সম্মেলন করেন খুলনা-১ আসনের জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী
সামাজিক মাধ্যমে অপপ্রচার ও হত্যার হুমকির প্রতিবাদের সংবাদ সম্মেলন করেন খুলনা-১ আসনের জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী |নয়া দিগন্ত

সারা দেশে আলোচিত খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অপপ্রচার শুরুর জন্য দায়ী শিপন বসুকে ব্লাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ আখ্যা দিয়ে তিনি তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সম্মেলনে কৃষ্ণ নন্দী তার লিখিত বক্তব্যে বলেন, ভারতে অবস্থানরত ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল নামে সংগঠনের প্রতিষ্ঠাতা শিপন কুমার বসু আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে বারবার ফোন করে হুমকি দেন এবং তিনি হিন্দু হয়ে কেন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি সে প্রশ্ন তোলে। কৃষ্ণ নন্দীর দাবি, শিপন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে, জীবননাশের হুমকি দেয় এবং ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তার জনপ্রিয়তা ও মনোনয়ন পাওয়ায় ঈর্ষান্বিত একটি মহল এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে।

তিনি বলেন, গত ১ ডিসেম্বর খুলনা বিভাগের দলীয় সম্মেলনে জামায়াতের আমির ড. শফিকুর রহমান আমাকে দাকোপ-বটিয়াঘাটা (খুলনা-১) আসনে প্রার্থী ঘোষণা করেন। আমাকে মনোনয়ন দেয়া স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণ করে জামায়াতে ইসলামী একটি অসাম্প্রদায়িক দল। দলটির কাছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান উপজাতি কোনো ভেদাভেদ নেই। জামায়াত আমাকে মনোনয়ন দেয়ার পর থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা শুরু করে।

তিনি দাবি করেন, তার মনোনয়ন ঘোষণার পর সারা দেশের হিন্দু জনগোষ্ঠীর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এ আসনে জামায়াতের আগের প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ মনোনয়ন পরিবর্তনের পরও তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তারা একসঙ্গে নির্বাচনী প্রচারকাজ করছেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, বটিয়াঘাটা উপজেলা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, ডুমুরিয়া উপজেলা সনাতনী কমিটির সভাপতি হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদ।